ভর দুপুরে মাইক বাজে,
ব্যস্ত নেতা রাস্তা মাঝে।
ঝান্ডা হাতে ইাটছে দেখো,
জিতবে এরাই মনে রেখো!

কেউ বা দিলেন প্রতিশ্রুতি,
কেউ গালাগাল কেউ বা স্তুতি;
জড়িয়ে ধরে টানলো বুকে,
ভোট চাইলো হাসিমুখে।

টহল দিয়ে সেপাই হাটে,
কোথাও আবার বোমা ফাটে।
তুলির টানে ভরলো দেয়াল,
গর্তে ভরা রাস্তার হাল।

রোদের তাপে পুড়ছে মাটি,
রক্ত ঝরে কান্নাকাটি।
তারই মাঝে সাজো সাজো রব,
দেশে আবার ভোট উৎসব।