আনমনা মন গান শোনে,
আর উদাসীন মন দিন গোনে।
চঞ্চলা মন ছুটে চলে যায়,
শঙ্কিত মন শুধু ভয় পায়।
গর্বিত মন উচ্ছ্বাসে বলে,
দম্ভিত মন মাথা উঁচু চলে।
শোকাহত মন কেঁদে যে ভাসায়,
সাদাসিধে মন সাতে পাঁচে নাই।
স্তম্ভিত মন দেয় না যে সাড়া,
কুণ্ঠিত মন করে বোঝাপড়া।
কলুষিত মন বিষাদ ছড়ায়,
লুণ্ঠিত মন সবই যে হারায়।
একাগ্র মন স্থিতি খুঁজে পায়,
নিবেদিত মন দেবতারে চায়।
উদার মনে ঠাঁই যে সবার,
বাউন্ডুলে মন নাই ঘর বার।
মনের ভাষাটি মনই শুধু বোঝে,
মনই জানে তাই মন কারে খোঁজে।