তুমি লিখেছিলে -
ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা,
তুমি লিখেছিলে -
জন গন মন অধিনায়ক জয় হে, ভারত ভাগ্যবিধাতা;

তোমার লেখায় শিখি,
চিত্ত যেথা ভয়শূন্য উচ্চ যেথা শির,
তোমার গোরা দেশ কে জানে,
তোমার শিশু বীর;

তুমি বলেছো,
সার্থক জনম আমার জন্মেছি এই দেশে,
তোমার সোনার বাঙলা, আমরা আজ ও গাই ভালোবেসে;

তুমি এক সুত্রে বেঁধেছিলে সহস্র টি মন,
আজ ও উজ্জ্বল তোমার মাতৃমন্দির পুণ্য অঙ্গন;

তোমার আনন্দধ্বনি,
আজ ও জাগিচ্ছে গগনে,
তুমি রবে নীরবে,
এই বিশ্ববাসীর মনে;

তোমার দেশে সবাই রাজা,
নয় সে তাসের দেশ,
ভুলস্বর্গে নেই কোনো কাজ,
দেখতে লাগে বেশ!

তোমার ভুবনে সদা বহিছে আনন্দধারা,
সেথায় নদী আপন বেগে, যেনো বইছে পাগলপারা;

তুমি বিশ্বকবি,
তুমি আমার ঠাকুর রবি,
তোমার লেখায় জড়ায় মন,
সে আমার শান্তিনিকেতন।