ঝিরঝিরিয়ে বৃষ্টি নামে দুরে,
মেঘ করেছে সারা আকাশ জুড়ে
হঠাৎ আলো - বাজ পড়লো গাছে,
ঘরের মানুষ বাইরে কী কেউ আছে?
ঝড়ের শেষে আম কুড়োতে ছুটি,
কাঁচাই বেশী, পাকা একটি দুটি।
ভেজা মাটির গন্ধ আসে ভেসে,
ঠান্ডা বাতাস পর্দা সরায় এসে।
জানলা দিয়ে বাইরে দেখি তাই,
ভর্তি পুকুর, রাস্তা বোঝা দায়!
গাছগুলো সব সবুজ পাতায় ভরা,
একটু আগে লাগছিলো আধমরা।
ভিজে কুকুর লোমগুলো তার খাড়া,
এক হাটু জল আজকে আমার পাড়া।
দিনের শেষে জ্বলছে সীঝের বাতি,
ঘুমাই এবার আঁধার হলো রাতি।