প্রতি নিয়ত যাদের দেখি ,
কথা হয় রোজ তবু অজানা ।
কিছু ভুলি কিছু নতুন শিখি ,
একই মানুষ, এ যেনো সে না ।
পরিচিতি ঘটে পরিচয় দিয়ে,
তারপরে দেখি চেনাশোনা কি?
কেউ বা ডেকে আলাপ করিয়ে,
বলে এ কি তোর অচেনা নাকি?
মনে মনে বলি হায় রে জীবন ,
মানুষ চেনা কি এতোই সহজ?
বদলায় সবই - বুদ্ধি ও মন,
যত বড় তুমি হও দিগ্গজ ।
সমাজের রীতি একসাথে চলা ,
বিভিধের মাঝে থাকে না বিভেদ ।
জানি তবু আছে কতো ছলা কলা,
মুখে আঁকে হাসি মনে ধরে জেদ ।
তোমার আমি কে তুমি কি জানো?
খুঁজে দেখেছো কি একবারও তারে ?
আলাপ তোমার হয় নি এখনও,
তবু অপরিচিত হৃদয় মাঝারে ।।