ফুল ও বাদাম

আমার প্রিয় পোষ্য দুটো গেরবিল (“mongolian desert rat”). 15.6.2024 থেকে ওরা আমার পোষ্য। ওদের নাম ফুল আর বাদাম। ফুলের রঙ সাদা আর ধুসর। বাদামের রঙ বাদামি। আমার ওদের দেখতে সব থেকে ভালো লাগে যখন ওরা ঘুমায় আর এক সাথে খেলে। একবার ওরা ওদের বাসা থেকে পালিয়ে গিয়েছিল। তার পরের দিন ওরা আর নাড়াচাড়া করে নি এক জায়গাতেই ছিল। আর একবার ওরা ওদের জলের বোতল কামড়ে ফেলেছিলো। ওরা যা পায় সব খায়।