বাবুদের সব বেদেশী টাকা ,
বৈলছে লাকি কইরবে পুজো ।
পান্ডেল টো হাতে আঁকা ,
ইস্কুলে যাও যদি খুঁজো ।
রংবাহারী কতও শাড়ি,
গয়না পড়ে লাইচ্ছে দেখো !
ঝাঁ চকচক উদের গাড়ি ,
বাংলা বলে জেনে রেখো ।
আমি উদের লাচের তালে ,
ঢাক বাজিয়ে পয়সা লুবো ।
কাঁসি ওটো আমারই ছেলে ,
ওকেও দুটো খেতে দুবো ।
দুগ্গা দেখো কেমনি সেজে ,
ড্যাবড্যাবিয়ে চাইছে আবার ।
কাঠের দালান শানের মেঝে,
কপাল বটে বেদেশ যাবার ।
পড়লে পরে তু ও যাবি,
ছেলেটোকে বললুম আজ ।
ঢাক বাজালে কি আর পাবি?
বেদেশী টাকা অতো ভালো কাজ ।
দুগ্গা মাকেও পেনাম করি,
ছেলে টোকে দেখিস রে মা ।
রোজ দুবেলা দিস মা খেতে,
পড়তে না হয় ছেড়া জামা ।।