অনেকদিন পর আবার বৃষ্টি এল।
প্রথমে ঝোড়ো হাওয়া,
তারপর টিপ টিপ রিমঝিম।
সব শেষে এল ঝম ঝম করে।
আমাকে ভিজিয়ে একসা করে
পাগলি খিল খিল হেসে গেল।
তারপর এক চিলতে রোদে
সেই পাখীটা ট্রিট ট্রিট টুই টুই
গান জুড়ে দিল।
পুকুরের আম গাছের ছায়াতে
এক ঝলক তোমাকে দেখলাম যেন।
সেরকমই আছো। অমলতাসের বন।
টুপ টুপ সোনাঝুরির কথা।
আবার একদিন যাব একসাথে ।
এখন চলুক রোদ বৃষ্টির খেলা।
তারপর একদিন হেঁটে যাব।
গাছের সারির মধ্যে সরু পথ।
তখনও বৃষ্টি পড়বে।
আমি তখন ভিজবো আর ভিজবো।
পেছল পথে যেতে যেতে
বেনে বৌ গান শোনাবে।
ফেরার পথে কৃষ্ণচূড়া কুড়াবো।
আসুক, আবার বৃষ্টি আসুক।
আকাশ কালো করে,
পুকুর, গাছ, পথঘাট
সব ধুয়ে যাক। নামুক বৃষ্টি ।