সেসব দিনে আকাশ নীলে
উড়তো সাদা মেঘের সারি।
ব্যাগ গুছিয়ে পোটলা বেঁধে
আমিও যেতাম বাপের বাড়ি।
রথ পেরোলেই টিকিট কাটা
পূজোর বাজার শুরু।
বুকের মাঝে উথাল পাতাল
ঢাকের গুরু গুরু।
কাজের মাসি ছুটি নেবে
মনষা পূজোয় বাড়ি।
মনটা আমার উদার এখন
কদিনের তরে দিলাম তাকে ছাড়ি।
মা আসছেন বছর পরে
প্যান্ডেল সারি সারি।
মনে পড়ে এমন সময়
আমিও যেতাম বাড়ি।
মনে পড়ে রোড়াবাঁধের
ছাতিম গাছের ফুল।
সন্ধ্যে হলেই গন্ধে মাতাল
হাওয়ায় দোদুল দুল।
জানলার ধারে লেবুর গাছে
ফুল ফুটতো কত।
বেড়ার ধারে শিউলি ফুল
ঝরতো শত শত।
এমন দিনে বাতাসে ছিল
হিমের ছোঁওয়া।
কতকাল যে সেসব গান
হয়নি আজও গাওয়া
হারিয়ে গেছে কোথায় সেদিন
মাঠ সীমানা ছাড়ি
মনে পড়ে এমন সময়
আমিও যেতাম বাড়ি।