Issue 2025 Rabindra-Nazrul Jayanti 2025 Issue 2024 Rabindra-Nazrul Jayanti 2024 Issue 2023 Rabindra-Nazrul Jayanti 2023 Issue 2022 Issue 2021 Issue 2020 Issue 2019 ৮০ vs. ৯০ পূজো ভ্রমণ সোমদত্তা দেব ৮০ এর দশক কি মশাই অনেকদিন দখা সাক্ষাৎ নই, খুব ব্যাস্ত নাকি ? তা একটু ব্যাস্ত আছি । পুজোর কেনাকাটা নিয়ে বুঝি ? না না পুজোয় দক্ষিণ ভারত বেড়াতে যাচ্ছি, সেসব বন্দোবস্ত নিয়ে ব্যাস্ত। ৯০ এর দশক কি মশাই এবার পুজোয় কোথায় যাচ্ছেন ? আপনি তো প্রতি বছর পুজোয় ঘুরতে যান। এবার পুজোয় পুরো ভারত ঘুরবো ভাবছি। ওরে বাবা সে তো অনেক দিনের ব্যাপার। আরে মশাই এখন থিম পুজোর দৌলতে কোলকাতাতেই সব দর্শনীও স্থান দেখা হয়ে যায়। এই তো নাকতলায় কেদারনাথ এর মন্দির বানাচ্ছে , সল্টলেকে রাজস্থানের কেল্লা। তা যা বলেছেন মশাই! শিল্পীরা এখন এমন নিখুঁত প্রতিরূপ বানায়, আসল নকল তফাৎ করা যায় না। রাজস্থানের কেল্লার সামনে শুনছি জলজ্যান্ত উট বসাবে। উল্টোডাঙায় পুরুলিয়া আদিবাসী গ্রাম বানাচ্ছে। আদিবাসী নাচের দলও আনছে নাচ দেখাতে। শুধু কি ভারতবর্ষ? ভারতবর্ষের বাইরেটাও দেখে নিতে পারেন ইচ্ছে করলে, দক্ষিণ কলকাতায় কোথায় যেন তিব্বতি গুম্ফা বানাচ্ছে। পুজোর কদিন কোলকাতার এমাথা থেকে ওমাথা ঘুরলেই, সব দেখা হয়ে যাবে। সস্তায় পুষ্টিকর খাবার!