ঝাড়খণ্ডের প্রচলিত একটি জনপ্রিয় নৃত্য হল ঘোড়া নাচ। Horse Dance / ঘোড়া নাচ, একটি নাচের জন্য বেশ attractive নাম।
একটা কাঠের পুতুল বা বলতে পারো কাঠের ঘোড়া কে প্রপ হিসাবে ব্যবহার করে নাচ করে।সাধারনতো বিয়ে বা মেলা তে দেখা যেত এরকম লোকনৃত্য। আচ্ছা তোমরা কি দেখেছো কখোনো ঘোড়া-নাচ?
আমি জার্নি অফ বেঙ্গলি সিনেমা নিয়ে কিছু আঁকতে বসেছিলাম কিন্তু যখন মাথায় কিছু আসে আর তুমি সেটা আঁকার জন্য পাগল হয়ে যাও তখন এই ধরণের ঘটনা ঘটে। ছবি আঁকতে গিয়ে এই নাচের কথা মনে পড়ে গেল। যেমন ভাবা তেমন কাজ তাও আবার জমা দেবার লাস্ট দিনে!