রায় বাবু তে শুরু আর রায় বাবু তে শেষ , 
তার মাঝে, উত্তমের সময় টা কিন্তু বেশ।
ঘটক বাবুর বেদনায় কেঁদে ছিল মানুষ, 
ঋতুদার সম্পর্কের জালে উড়েছিল ফানুস।

সাদা কালো পর্দায় দূর্গা ও পলাশ ফুল,
অপুর সংহর্ষে তখন পৃথিবী মশগুল। 
আর ছিল অটুট রায়-সৌমিত্র যুগলবন্দী, 
গুপী বাঘার বন্ধুত্ব, ফেলু মিত্তিরের ফন্দি।  

ভুলি কি করে সেই মহানায়কের কথা,
অম্লান হাঁসিতে ছিল হালকা প্রেমের ব্যাথা।  
আনন্দ আশ্রম, চিড়িয়াখানা বা সপ্তপদী,
হাঁসি কান্নার জোয়ারে ছুটেছে অভিনয়ের নদী।  

অনেক প্রতিভা মাঝে এলো আর গেলো,
অবিস্মরণীয় কিছু ছায়াছবি বাঙালিও পেলো,
ছিল জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারের ঝুলি, 
হাসপাতাল এর বেড এ অস্কার কি করে যে ভুলি।

তাকিয়ে আছি, আবার কবে হবে যে উত্থান?
অন্যের অনুকরণ করতে হবে প্রত্যাখ্যান, 
ততদিন, রায় বাবু তে শুরু আর রায় বাবু তে শেষ , 
তার মাঝে, উত্তমের সময় টা কিন্তু বেশ।