ওরা গাইতে গাইতে বিচার চাইতে,
জলকামানে নাইতে পারে।
হাতে হাত ধরে জেগে রাত ভোরে,
পুলিশের লাঠি খাইতে পারে।
নয় কোনো দল, মানুষের ঢল,
রাস্তা অচল, মোমবাতি জ্বলে।
আছে মনোবল, নয় দূর্বল,
বাহুবল তাই গেলো নিষ্ফলে।
ছিলো বিশ্বাস, রোধ করে শ্বাস,
ছিঁড়ে তার বাস, পিশাচ তৃপ্ত।
কোনো অবিচার, সইবে না আর,
ওরা ডাক্তার, ক্ষোভে যে ক্ষিপ্ত।
নির্ভয়া যবে নির্ভয় হবে,
তোমার অভয় স্বীকৃতি পাবে।
বলবে সময়, মনে যেনো রয়,
স্মৃতির আড়ালে ঠিক ভুলে যাবে।।