#তিলোত্তমা
           আমি তোমাকে বাঁচিয়ে রাখবো
আমার কবিতার ছন্দে,
সঙ্গীতের সুরে,
নৃত্যের তালে তালে|
তোমাকে বাঁচিয়ে রাখবো আমরা
আমাদের গল্পে, উপন্যাসে-
আমাদের মননে,আমাদের চেতনায়|
তুমি সগৌরবে প্রজ্জ্বলিত হবে
বর্ণমালার প্রত‍্যেকটি অক্ষরে|
তোমার মৃত‍্যুতে আমরা ভেসে গেছি,ভেসে যাবোও
দুঃখ জোয়ারের জনস্রোতে-সত্য একথা,
তবুও আমাদের বিপ্লব জারি থাকবে
তোমার সুবিচারের অপেক্ষায়,
তুমি ছিলে,তুমি আছো, তুমি থেকে যাবে—
একথা ভেবে|
স্মৃতি থেকে খসে পড়বে দু-একটা নক্ষত্র,
দুঃখের ঝিনুক থেকে ঝরে পড়বে অশ্রুজল মুক্তোর বিন্দু হয়ে
তবুও তুমি চিরকাল রয়ে যাবে
পৃথিবীর সমস্ত মানব-মানবীর মনের মণিকোঠায়|
যদিও তোমার সেই অসহ্য যন্ত্রনার আর্তনাদ সেই মূহুর্তে আমাদের কারো কাছে এসে পৌঁছয়নি,
কিন্তু তিলোত্তমা তুমি কি শুনতে পাচ্ছো—?
আমাদের হাহাকার—
তুমি কি দেখতে পাচ্ছো—?
দাঁত,নখ বার করা আদিম শিম্পাঞ্জিগুলোকে
যারা একটু হলেও ভয় পেয়েছে|
তুমি কি বুঝতে পারছো
পুষ্পস্তবক আর পুষ্পমালায় আমরা
তোমাকে শেষ অভিবাদন জানালেও—
অশ্রুসিক্ত নয়ন,অন্তরের অকৃত্রিম শ্রদ্ধা আর পবিত্র ভালোবাসার
নীরব মিছিলে সামিল হয়েছি আমরা,
তোমার সমস্ত সহযোদ্ধা|
আরেকবার শোকের আগুনে নিজেদের বৈপ্লবিক চেতনাকে শানিয়ে নিতে,
আরো একবার গর্জে উঠেছি
সুবিচারের আশায়,
আরো একবার রাতের রাজপথে সমবেত হয়েছি,
নিজেদের অবস্থানকে  দৃঢ় করার জন্য,
আরো একবার বলছি
সকলের একটাই স্বর
#জাস্টিস_ফর_আরজিকর
ভালো থেকো বলবো না,জানি তুমিও ভালো নেই আমাদেরই মতো|
তবে এটুকুই বলবো 
তুমি সাধারণ মানুষ কে লড়তে শিখিয়েছ,
ঘুরে দাঁড়াতে শিখিয়েছ,
অন‍্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখিয়েছ—তোমার এই শিক্ষা বিফলে যাবে না ||
জানতে চাইনা আর কি করলে কি হবে?
জানতে চাই শুধু,দোষীরা শাস্তি পাবে কবে?