আমার দূর্গা লাল পেড়ে শাড়ী,
আলতায় রাঙা পা।
হাতে তার আজ নেইকো ত্রিশূল,
গহনা ভরে নি গা।
বাংলার তাঁতি বুনেছে দু হাতে,
গরদের লাল পাড়।
ছিলো সে নরম, ভাঁজ পড়ে যদি -
দিয়েছে ভাতের মাড়।
কখনো তসর, কভু জামদানী,
টাঙ্গাইল, ধনেখালি,
অষ্টমী তার ছিলো বালুচরী,
দুহাতে পুজোর ডালি।
অসুরকে আজ দেখি না তো কাছে,
যুদ্ধে হেরেছে মেয়ে।
লালোসার হাতে শুয়ে বিছানাতে,
অপলক চোখে চেয়ে !!