অতি গম্ভীর যদি বাবার চরিত্র,
সাদা ধুতি পাঞ্জাবী কমল মিত্র।
অবাধ্য উত্তম, ঘরে নেই ঠাঁই তার,
মহান নায়ক তিনি সিনেমায় বাংলার।
সৌমিত্রকে চিনি ফেলুদার ভূমিকায়,
সব্যসাচীও আছে আবীরের শ্রদ্ধায়।
যদি বলো তবে কৈ উৎপল দত্ত।
হাস্যরসিক তিনি, পণ্ডিত সত্য।
সুচিত্রা ছিলো এক চোখে মুখে অভিনয়,
সুপ্রিয়া সাবলীল, নেই তার কোনো ভয়।
হাসি খুশী রবি ঘোষ, ভানু আর জহরে,
লটারীটা পেয়ে তাই ছুটে গেলো শহরে।
আরও আছে কতো গুণী বাংলার ছবিতে,
দূরদর্শনে ছিলো ছায়াছবি রবি তে।
সত্যজিতের অপু অস্কার পেলো রায়,
শতবর্ষের ছবি মৃণালের শ্রদ্ধায়।।