আয় বাঙালী আড্ডা দেবো ,
রাজনীতি টা বুঝে নেবো ।
ফুটবলে আর তাসের ঠেকে ,
মিছিল হেঁটে যাচ্ছে কে কে?
হোক প্রবাসী, তাই বলে কি,
যুক্তি তক্ক ভুলবে নাকি?
মাছে ভাতে অম্বলে ঝোল ,
বাড়ছে ভুড়ি বোল হরিবোল ।
আঁতেল  যদি নাই বা হোলো,
বুক পকেটে কলম ছিলো ।
যুক্তিবাদী চাঁচাছোলা,
পাঞ্জাবী আর কাঁধে ঝোলা ।
কাঁকড়ার জাত সবাই জানে,
উঠতে গেলেই নীচে টানে ।
ফুলবাবু সে আজও সাজে,
পুজোর বাদ্যি যেই না বাজে ।।