সদ্যজাত বেঞ্জামিনের কাল্পনিক কথোপকথন
দাদুর স্কুলের এক বন্ধু দাদুকে লিখলো:
“দাদুভাই দীর্ঘ জীবী হোক, বামুনের নাতির হিন্দু নাম হবে না?”
তার জবাব দিলাম:
মিহিরদাদু, অনেক ভেবে দেখলাম আমার নামটা কেন দো-আঁশলা। আমার মা, আমার বাবার সঙ্গে বিয়ের আগে ছিল Ines আর বিয়ের পরে ইচ্ছাকৃতভাবে সেই পদবীটা জলান্জলি দিয়ে সনাতনী প্রথা মেনে ব্যানার্জি হয়েছে। তাঁর পরিবারের অস্তিত্ব যাতে লুপ্ত না হয়ে যায় সেইজন্য আমার বাবা এরকম একটা নাম বেছেছে। আমার নাম বৃন্দাবন বা পুলিনবিহারী রাখতেই পারতো কিন্তু সেটা না করে Benjamin রেখেছে। বাবা এখনও রোজ গায়েত্রী মন্ত্র, হনুমান চালিষা ও আদ্যাস্তোত্র পড়ে এবং মা-র তাতে কোনো আপত্তি নেই, বরন্চ মন্ত্র পাঠ চলাকালিন humming করে participate-ও করে। মা অবশ্য নিজে Atheist এবং হিন্দুকে বিয়ে করে আনন্দে সংসার করছে। কাজে কাজেই বাবার এই কাজটা আমার কাছে খুবই প্রশংসনীয়। যদি আমার নাম বৃন্দাবন হোত তাহলেও তো আমার বন্ধুরা আমাকে Ben বলে ডাকতো, এখন হাসপাতালের নার্সরা আমাকে Ben বলেই ডাকছে। চিন্তা কোরনা আমারও পৈতে হবে যেমন আমার বাবার হয়েছে, আমিও গায়েত্রী মন্ত্র জপ কোরবো, দেখে নিও।