আলোকের এই ঝর্ণাধারা
দেখলো খুকু এসে |
অবাক চোখ আর স্নিগ্ধ মুখ
ভরলো হাসির রেশে ||

ফুলে ছাপা জামা নতুন
হাতে বেলুন রঙিন |
শিশির মাখা শিউলি ফুলে
ভোরের বাতাস বিলীন ||

হাফ প্যান্ট এই মহাগুরু
ঢাকের তালে নাচে |
সিংহ চড়া দুগ্গা দেখে
প্রশ্ন অনেক আসে ||

মা বলেছে ঠাকুর দেখে
প্রণাম করজোড়ে |
আলোক রাশির স্নিগ্ধ আশিস
চেয়ো ভালোবেসে ||

ষষ্ঠী থেকে শুরু
শেষে, দশমী সাঁঝ বেলা |
বুড়ো দাদু, আর বুড়িমা
স্বপ্নের জাল বোনা় ||

ছোট্ট কচি কাঁচা দেখে
স্মৃতির ওঠে রোল |
আমরাও সব ছোট্ট ছিলাম
ভরে বাবা-মা'র কোল ||

বাড়বে বয়স কালের নিয়ম
মন হয়েছে শক্ত |
পুজোর ক'দিন হাসি মজায়
হয়ে উঠুক সিক্ত ||

বিদেশ বিভুঁই, ঠাম্মি দাদুর
নেইকো মিষ্টি চুমা |
তাই,
চাঁদের কণা দুষ্টু ছানা
নেইকো কোনো মানা ||

বছর বছর মা দুগ্গা
আসবে মোদের কাছে |
দুগ্গা অপুর খুশির ঝুলি
যেন সদাই ভরা থাকে ||

ফুলের কুঁড়ি সোনার ঝুড়ি
আনন্দের এই ধারা |
ভালোবাসা আশীর্বাদে
হোক না পাগল-পারা ||