রাত পোহালেই শারদ প্রাতে,
মালকোষের এক ভঙ্গিমাতে;
বছর পরে মা এসেছেন,
আজ মাতবো উল্লাসেতে।
শরৎ আকাশ স্নিগ্ধ বাতাস,
শিশির ভেজা ভোরের প্রকাশ;
দূর দেশেতে মায়ের পুজোয়,
চিত্ত যে মোর বিভাস।
আনন্দের আজ নেইকো ত্রুটি,
তবুও কেন গুটি গুটি;
ছোটবেলা পুজোর স্মৃতি
দিচ্ছে মনে উঁকি।
মা, ওগো মা, সর্ব্বজয়া
সৌম্য জীবন , তোমার দয়া;
সবাই যেন থাকে ভালো,
আশিষ মহামায়া।