ঘোর সাধনায় মগ্ন সাধু,
একমনে সে জপছে মালা,
এই পৃথিবী মায়ার খেলা,
অনিত্য সব মিথ্যে জাদু!
ষাট পেরিয়ে আজ বুঝেছে,
সংসারে আর নাই যে প্রীতি,
বন্ধ চোখে মনের স্থিতি,
ভগবানকে যেই খুঁজেছে।
হাসলো দেখে ছোট্ট মেয়ে,
সাধুবাবা কেমন পাগোল!
জপছে দেখো বোল হরিবোল,
হরির থেকেই মন সরিয়ে?
আনন্দ আর এই কোলাহল,
এসব ছেড়ে কোথাই যাবে?
সব কিছু আজ হরির ভাবে,
তুমি কী তাই আলাদা কেবল?
অদ্বৈত এক যে হরি,
সবার মাঝেই বিরাজ করেন।
হারিয়ে গেলে হাত টি ধরেন।
দেখো না তাই আপন করি!!