ঝালমুড়ি মেখে আসর বসায়,
ফুলবাবু সেজে বৈঠকে গায়,
লেবু চা দিয়ে গলাটা ভিজিয়ে,
গ্রুপ ফটো তোলে আইফোন দিয়ে
কথায় কথায় ইংরেজী বলে,
বাংলা টা তাই কোনমতে চলে
হাত ধরে নাচে, ফোন দেখে গায়
মাংসের পিস ফর্ক দিয়ে খায়
মাছ খেতে গিয়ে গলায় কাঁটা
সেফটি পিন টা শাড়ী তে আঁটা
প্রবাসী হলেও খাঁটি সে বাঙালী
হাব ভাবে তার নেই কোনো খালি
খুদে শিশু যতো করে কোলাহল
খিদে পেলে খোঁজে মায়ের আঁচল
বাংলায় ছড়া! কী হাততালি!!
আমরা সবাই প্রবাসী বাঙালী।