আমার নাম আলাপন মুখার্জী। আমি ফিনল্যান্ডে থাকি আমার স্ত্রী শ্রেয়া-র সাথে। আমি অবসর সময়ে বই পড়তে এবং ছবি তুলতে ভালোবাসি।
আমি ইংরেজি এবং বাংলা বই পড়ি, বিশেষত গোয়েন্দা এবং হাস্যকৌতুক ছোট গল্প।
ফোটোগ্রাফি শেখার ইচ্ছা আমার প্রথম জাগে কিছু বছর আগে, যখন আমি ইন্টারনেটে এবং ছবি প্রদর্শিনীতে কিছু ফটোগ্রাফারদের সাদা-কালো ছবি দেখি। এছাড়া পুরোনো সিনেমা আমায় প্রভাবিত করেছে। আমি যেকোনো সুন্দর জিনিষকে ক্যামেরায় তোলার চেষ্টা করি, যেমন প্রকৃতি, সাধারণ মানুষ বা ঠাকুরের মূর্তি। বিদেশ ভ্রমণ করলে আমি বিখ্যাত জায়গায়র সাথে সেখানকার মানুষদের দৈনন্দিন জীবনযাপনের ছবিও তুলতে ভালোবাসি। সম্প্রতি আমি ছবি সম্পাদনা শেখা শুরু করেছি।
পৃথিবীকে বই এবং ক্যামেরার মাধ্যমে আবিষ্কার করে আমি অনেক নতুন জিনিস শিখি, এবং আনন্দ পাই।