বয়স কতক সংখ্যাই হবে,
হিসেবটা পাকাপক্ত।
তিরিশটা শরত পেরিয়ে,
হলাম কি তবে প্রাপ্ত?
প্রাপ্তি মোর কলসভরা,
মিশ্র সে সব ভিন্ন তারা।
কখনো দুখ কখনো সুখ,
সিক্তাশ্রু কিন্তু হাসিমুখ।
তিন অধ্যায়ের ভাগফল
তুল্যমূল্য হিসেবনিকেশ।
প্রাপ্ত আর প্রাপ্তির খেল
হলো কি তবে অবশেষ?
প্রশ্ন সে এক, লাখ টাকার
জবাবের যার নেই আকার।
মনের চাওয়া সদাসুখ,
আর শরীর রয় চিরভুখ।
করি কিভাবে তারে পৃথক
একের থেকে অন্যেরে,
সমঝোতার অর্থ শেখাক
পরের তিরিশ অচিরে।