ভূল স্বর্গের কেজো তুমি,
কেই বা তোমায় মনে রাখে!
সুযোগ বুঝে সবাই খোঁজে,
কাজ ফুরোলে কেই বা ডাকে?
চুপকথাকে সঙ্গী করে
স্মৃতির পটে ছবি আঁকো,
ছন্দহারা গোলমেলে সব,
তাই তো তুমি একাই থাকো।
বুদ্ধি দিয়ে যায় না বোঝা,
সময় কেনো মূল্য হারায়,
এক পলকের একটু দেখা!
আজকে দেখো ব্যস্ত তারাই!
অপেক্ষা তাই - হয়তো যদি,
পথ ভুলে কেউ পায় ঠিকানা,
চিনতে পারে তোমায় তারা,
মনের মাঝে আনাগোনা।
এমনি করে দিন চলে যায়,
বয়স বাড়ে, কমছে আয়ু,
বলবে এরাই ধন্য তুমি,
যেই হারাবে প্রাণের বায়ু।