নমস্কার!

জীবনের পথে চলতে চলতে আমরা সকলে এগিয়ে যাই স্রোতের টানে | দৈনন্দিন জীবনের যুদ্বোর সাথে সেই খুঁজে পাওয়ার হাওয়ায় ভাসতে ভাসতে এসে পড়েছিলাম হেলসিংকি তে ২০০০-এ, 911) করার জন্য। ধীরে লোকজন-র সাথে আলাপ হল। খুব মনে পড়ে যায় পুরোনো দিন-র কথা - ভেসে উঠে কত চেনা মুখ - ইন্দ্রজিৎ দা, দেবজানি বৌদি, শান্তি কাকু, শুভেন্দু, সোমদন্তা, অরুন কাকু, শ্যাম কাকু, অজিত কাকু, Mr আর Mrs নাগ, জয়দীপ, রুবিনা এবং আরও অনেকে।

আমাদের এঁতিহ্য কে বজায় রেখে মুষ্টিমেয় কয়েকজন মিলে শুরু করেছিলাম ছোট্ট আকারে দূর্গা পুজো। প্রথমে শুরু হয় মা দুর্গার একটা painting দিয়ে, তারপর আসে ছোটো ঠাকুর - এবং আমরা এগিয়ে চলতে থাকি।

সময় তো আর থেমে থাকে নি। হেলসিংকি থেকে বেরিয়ে আসার পরে দেখতে দেওয়ালের ক্যালেন্ডার টা ১৮-বার নিজেকে নতুন রূপে প্রকাশ করেছে - আমরা সকলে এগিয়ে গেছি। কিন্তু গর্বের সাথে বলা যায় - কর্মব্যত্ততার এই জীবনের মধ্যেও আমরা - বাঙালি রা - আমাদের প্রিয় দুর্গা পুজো কে কিন্ত বজায় রেখেছি। জেনে খুব আনন্দ পেলাম আর খুব ভালো লাগছে ভেবে যে হেলসিংকি এই বছর দূর্গা পুজোর ২৫তম বার্ষিকী পালন করছে।

আটলান্টিক মহাসাগরের অন্য পার থেকে আপনাদের সকলকে জানাই আমাদের তরফ থেকে শারদীয়া শুভেচ্ছা, ভালোবাসা ও প্রণাম। সকলে ভালো থাকবেন, খুশি তে আর আনন্দে থাকবেন - মা দূর্গার চরণে এই আমাদের প্রার্থনা।

Boston থেকে আজকের মতন বিদায় নিচ্ছি - আবার দেখা হবে…