নতুন আলোয় নুতন অন্ধকারে, লও যদি বা নুতন সিন্ধুপারে
তবু তুমি সেই তো আমার তুমি, আবার তোমায় চিনবো নূতন করে।
আজ ফিনল্যাণ্ড আসার দুই মাস পূর্ণ হলো। মাসাধিক কাল, অনেক চিন্তা ভাবনার পর, ঘখন সাগর পারে নিশীথ সূর্যের দেশে পারি দিলাম, সাথে ছিল পরিবার আর আমার DSLR camera.
যেহেতু আমরা এসেছিলাম July মাসে, ঘড়ির সাথে দিনরাত এক করতে বেশ কিছু সময় লেগেছিলো। “মধ্যরাতের সূর্ষের” এই দিনগুলিতে ফিনল্যান্ডের নয়নাভিরাম উপকূলীয় এলাকাগুলিতে হাজার হাজার লোক নৌকা নিয়ে বেড়াতে আসে। আমরাও বেড়িয়ে পড়লাম এদিক ওদিক। তার কিছু মুহূর্ত তোমাদের সাথে share করতে চাই।
Game of Thrones দেখার পর থেকেই Nordic region আর medieval lifestyle এর ওপর একটা আগ্রহ তৈর হয়েছিল। হাতে হাতে সুযোগ পাওয়া গেলো 3 September, Seurasaari তে Medieval Market. এই সুযোগ কি আর হাতছাড়া করা যায়?
Finland এসে এখনো অব্দি যা দেখলাম, Finnish-রা সাধারণত সদয় এবং খোলা মনের হয়, ঘদিও তারা প্রথমে কিছুটা লাজুক হতে পারে। ফিনল্যান্ডের সংস্কৃতিতে, লোকেরা সময়ানুবর্তিতা, ভাল আচরণ এবং ব্যবহারিকতার প্রশংসা করে।
Finnish পরিবারগুলি সাধারণত ছোট হয়। শান্তিপূর্ণভাবে পারিবারিক জীবন পরিচালনা করা পছন্দ করে। Happiest country in the world হওয়ার এটাই কি রহস্য?
আজকের মতো এটুকুই, আবার শেষ করি কবিগুরু লাইন দিয়েই।
বহু দিন ধরে, বহু ক্রোশ দূরে, বনু ব্যয় করি,বহু দেশ ঘুরে
দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিক্কন।
দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া
একটি ধানের শিষের উপরে, একটি শিশিরবিন্দু।