বসন্ত এসে গেছে

রোদ্দুর এসেছে ঝেঁপে,
আকাশের ঢাকনা ঠেলে।
পাখিরা ব্যস্ত বড়ো ,
মধুমাস আসছে বলে। 

গ্রীষ্ম ছুটি

দিনে  রাতের নেইকো কোনো তফাৎ। 
টেন পি. ম. এ  সন্ধ্যে? নাকি রাত?
সূয্যি জেগে রইলো অবির-ল। 
তেমনি দস্যি ছেলেপিলের দল। 
ক্লান্তি বলে কিছুই তো নেই দেখি।
দাপিয়ে বেড়ায় গোটা গ্রীষ্ম ছুটি।

হেমন্তের পাতারা

কি যেন সব হচ্ছে শহর জুড়ে।
কাল ছিল গাছ,
আজ কমলা নিশান ওড়ে। 

আমার শহর রঙিন  হচ্ছে রোজ, 
হলদে, লালের,আড়ালে ঢাকছে সবুজ। 
রাশি রাশি, ঝরা পাতা পথপাশে,
চুপ করে, ওৎ পেতে, আছে বসে। 
গাড়ি দেখলেই ওমনি- 
হই হই ক-রে, 
ছুটবে উড়িয়ে ঘূর্ণি। 

শীতের জাদু

দ্বীপ থেকে দ্বীপ, হেঁটেই দিচ্ছি পাড়ি;
হিমায়িত হ্ৰদ, রাস্তা দিয়েছে পেতে।
নৌকা অচল; বরফে ভরসা রাখি,
সমুদ্র আজ, পাড়ি দিতে পারি স্লেজে।