ফিনল্যান্ডে আমি কোনোদিন যায়নি , যেতে পারবো কিনা জানি না। তবে, এই দেশটা সম্পর্কে আমার মেয়ে ও নাতনি এমন নিখুঁত বর্ণনা দিয়েছে যাতে করে দেশটির প্রকৃতি, সমাজ ব্যবস্থা , শিক্ষা ব্যবস্থা সম্পর্কে ধারণা সুস্পষ্ট হয়। এতো উদার এবং উন্নত শিক্ষ্য ব্যবস্থা যে বার বার গুরুদেবের শান্তিনিকেতনের কথা মনে পরে যায়। আমাদের দেশের ছোট ছোট বাচ্ছাদের যখন দেখি পিঠে বড়ো বড়ো বোঝা নিয়ে স্কুল যাচ্ছে , তখন ভাবি , আমাদের দেশটা কি ফিনল্যাণ্ড হতে পারে না? শুনেছি ফিনল্যাণ্ড পৃথিবীর মধ্যে সবচেয়ে সুখী দেশ, যে দেশে মানুষ ছোট বেলা থেকে প্রাকৃতিক প্রাচুর্য্যের মধ্যে দিয়ে বড়ো হয় , উদার মানসিকতার মধ্যে দিয়ে বড়ো হয় , সেই দেশের মানুষ তো সুখী হবেই। শুনেছি তাদের চাহিদাও খুব সামান্য। ফিনল্যাণ্ড ,নরওয়ে মধ্যরাতে সূর্য্যের দেশ, খুব জানতে ইচ্ছা করে সেই দৃশ্য টা ঠিক কি রকম। অরোরা বোরিওলিসের কথা ভূগোলের বইতে পড়েছি , জানিনা তার সৌন্দর্য্য কি অপরিসীম। ফিনল্যাণ্ড আমার অদেখা হলেও মনে মনে দেশটির একটা ছবি এঁকে রেখেছি। জানিনা বাস্তবের ফিনল্যান্ডের সাথে কোনো মিল আছে কিনা।