ভোরের শিশির আর শিউলির গন্ধে,
পথের পাঁচালী আর কাশফুলের ছন্দে,
তেরপল, বাঁশ আর দড়ির বিন্যাসে,
মন মজছে আজ পুরোনো সেই অভ্যাসে।

সেই লুকোচুরি খেলা প্যান্ডেলের আড়ালে;
নেচে ওঠে আজও মন ঢ্যং কুরাকুর তালে।
অমাবস্যার অন্ধকার ও স্তব্ধতা ছাপিয়ে,
ঘুম ভাঙত ক্যাপ – বন্ধুকের আওয়াজে।

ষষ্ঠী হতে নবমী, কাটত নানান অনুষ্ঠানে।
প্রতিসন্ধ্যে মেতে যেত কুইজ – নাচেও গানে ।
চোখের পলকে আসতো নবমী রাত;
ঘিরে ধরত যেন এক অনাহুত বিষাদ।

আজ এই নানাবিধ স্মৃতি চারণ –
ঘেরে মোর ব্যস্ত প্রবাস জীবন।
দেশে দেশে বদলায় বন্ধুবৃত্ত;
বদলায় জীবনের রেখা ও চিত্রনাট্য।

ফেলে আসা শৈশব হতে কৈশোর,
রাখা থাক ঝালমুড়ির ঠোঙ্গার ভেতর।