তোমার মধ্যে লুকিয়ে আছে মোয়াম ময়দা আর জিরে কালো |
লুচি ও লুচি, তুমি দেখতে যে গোল গোল
বেশি পরিমাণে খেলে যে হয় ভুরি জয়ঢাক আর ঢোল |
লুচি ও লুচি, তুমি তো উত্তম সৃষ্ট ময়দা তেই
তা বলে আটার লুচি কম যায় না স্বাদের বাহারে সেই |
লুচি ও লুচি, তুমি সত্যি যদি হও ফুলকো
ভাই বোনেরা খাবে বলেই বাধায় হুলুস্থুল গো |
লুচি ও লুচি, তোমার তো অনেক নাম
পুরি, কচুরি, রাধাবল্লভী তাদের নানা রকম দাম |
লুচি ও লুচি, তোমার সাথে বেগুন ভাজা গরম
খেতে দারুন একদম টাটকা তাজা তাজা নরম |
লুচি ও লুচি, তোমায় মনে পরে ভারী
ষষ্ঠী, অষ্ঠমী আর একাদশী তে তোমার সাথে কক্ষনো হয় না আড়ি |
লুচি ও লুচি, তোমায় খাবার পরে পায় যে প্রচুর তেষ্টা
জল, কোলা, পেপসি যা কিছু পাওয়ার করি খুব আপ্রাণ চেষ্টা |
লুচি ও লুচি, কোনো ঋতু নেই তোমার আভির্ভাবে
শীত, গ্রীস্ম বর্ষা আপামর জনসাধারণ নাচে তোমার নামে |
লুচি ও লুচি, তোমায় কেউ বানায় আয়তনে বড় একদম রুটির মতন দেখতে
আবার কেউ বা বানায় এতই ছোট, দেখে ইচ্ছে করে বাতাসা বলতে |
লুচি ও লুচি, তোমার প্রতিযোগী পরোটা, খাস্তা আর নিমকি
কিন্তু এই বিভাগে তুমিই হলেই রাজা, রানী, যুবরাজ! ঠিক কি ?
লুচি ও লুচি, তোমায় একটু বদলে দিলেই হয় লিচু
কিন্তু ওটা তো একটা ফল মাত্র, শুধুই গ্রীষ্মে পাওয়া যায় কিছু |
লুচি ও লুচি, তুমি সত্যিই ধন্যি, এক নতুন বিস্ময়
অবাক জলপান, তুমি কি ভগবানের অনন্য এক সৃষ্টি নিশ্চয় !