যুদ্ধ কি তুমি দেখেছো কি?

মনে মনে কভু ভেবেছো কি?

জলছে আকাশ, পুড়ছে বাড়ি,

পথের ধারে মৃতের সারি।


কাঁদছে মানুষ ছুটছে বুলেট,

কেউ খেতে পায়ে কেউ খালি পেট।

রক্তের দাগ জমাট বাধা,

ধোঁয়ায় ভরা আলোক ধাঁধা।


কামান দাগিয়ে ছুঁড়ছে গোলা

পালাবার পথ নেই যে খোলা।

মায়ের কোলে শিশু ঘুমায়ে

ভার টুকু আছে দেহে প্রাণ নাই.


এই ভাবে সব শেষ হয়ে যাবে

শকুনের দল বাকী টুকু খাবে

শান্তি কি পাবে চেয়েছিলে তুমি

অধিকার করে অন্যের ভূমি।


ধন্য ধন্য করবে কি লোকে

দাঁড়াবে যখন প্রজার সম্মুখে?

হয়তো বা তুমি পাবে গৌরব

ভেবে কি দেখেছো চুপ কেন সব।


দিনের শেষে কি বা নিয়ে যাবে

কিছু পেতে গিয়ে সকলি হারাবে।

তোমার যুদ্ধ বাইরে যে নয়

মনের ভিতরে খুঁজে দেখ তাই।


সেখানে যে চলে ইগো আর লড়াই

মনে নিতে গিয়ে মেনে নিতে হয়।

বাধ সাধে যেই আপন গরিমা

হারিয়েছো তাই লজ্জার সীমা।


চেতনার সাথে মনের বিকাশ

সন্ধান দেবে জ্ঞানের প্রকাশ

বীর যদি তুমি মোখ্য রে চাও

জগৎ সেবায় দীন হয়ে যাও।