মেলায় মিলি সবে মিলে ছোটদের খুব আনন্দ দিলে, হাত ধরা ধরি করে হারিয়ে যেন না যায় তার ত্বরে, দেখতে যায় কেউ বা কিনতে যায় আবার কেউ বা যায় বেচতে বিপনের নানা সম্ভার | মানুষ জনের ভিড়ে ভোরে যায় মেলার প্রাঙ্গন | পায়ে পায়ে ধাক্কা যে খায় তবুও থেমে থাকে না সে, এ বিপন ও বিপন ভোরে আছে রং বেরং এর নানান সম্ভারে, কেউ দেখে কেউ কেনে কেউ শুধুই করে দামের যাচাই, কেউ বা শুধুই ঘরে মেলার প্রাঙ্গনে | কেউ হারে কেউ জেতে আবার কেউ আসে শুধু হাত পেতে, কিন্তু সবাই মিলিত হয় মেলার প্রাঙ্গনে | কত কোলাহল কত হৈচৈ আর কোথাও পাওয়া যায় না তো কোনোদিন কৈ, মানুষ জনের ভিড়েই হয় মেলার সরগম প্রতিটি মেলাই যেন হয় মানুষের মহা মিলন ||