টুলের নিচে দুর্গা মন্ডপ,
দাঁড়িয়ে পাশে খেলনা পুতুল ঢাকী। 
ক্যালেন্ডারের ছবি কাটা ঠাকুর,
সরঞ্জামের নেইকো কিছু বাকি।

প্যান্ডেলের জন্যে আছে রাখা,
দিদির দেওয়া ওড়না একখানা;
আর রয়েছে ঠাকুর ঘরের থেকে,
চেয়েচিন্তে আনা  নকুলদানা।

কয়েক দশক আগের ছবিখানা,
স্পষ্ট হয়ে উঠলো ফুটে আবার;
মেয়ের সাথে পূজো, পূজো খেলায়,
সুযোগ এলো ছেলেবেলায় ফেরার।

অনেক কিছুই  ছেড়েছি এ বছর,
অনেক কিছু পেলাম ও তো ফিরে;
উৎসবের দিন গুলো কাটুক ,
সেই পাওয়ার আমেজটুকু ঘিরে।