একদিন একটা কুকুরের খুব খিদে পেয়েছে। সে খাবার খুঁজতে খুঁজতে খরগোশের কাছে গিয়ে বললো 'আমার খুব খিদে পেয়েছে। তোমার কাছে কিছু খাবার পাওয়া যাবে? খরগোশ বললো ‘আমি তো গাজর খাই। গাজর আছে। তুমি খাবে?’ কুকুর গাজার ভালোবাসে না। সে তাই আবার খাবার খুঁজতে গেলো। এবার একটা জিরাফের সাথে দেখা হলো। জিরাফ বললো ‘আমার যখন খিদে পায়, আমি তখন গলা বাড়িয়ে, উঁচু গাছের ডাল থেকে পাতা খাই। আমার কাছে তো কোনো খাবার নেই।’ এরপর দেখা পাখির সাথে। পাখি সব শুনে বললো, ‘ওই ওদিকে কাদার মধ্যে যাও। ওখানে অনেক খাবার আছে। আমি দেখেছি শুয়োর ওখানে খাবার ফেলে দেয়।’ এ কথা শুনে কুকুর কাদার মধ্যে খাবার খুঁজতে গেলো। কিন্তু কোথাও পছন্দ মতন খাবার পেলো না। ঘুরতে ঘুরতে শেষে আর একটা কুকুরের সাথে দেখা। সে বললো 'আমার ও খুব খিদে পেয়েছে। চলো আমরা পুকুরে যাই। তাহলে মাছ ও পাবো। জল ও পাবো।'তারপর তারা দুজনে মিলে পুকুরে গিয়ে খুব মজা করে জল আর মাছ খেতে লাগলো।

Khabarer Khonje

অনুলিখন: সোমদত্তা দেব