শুক্রবার বিকেলের এক পশলা বরফ বৃষ্টির সাথে শুরু হলো আমাদের ফিনল্যাণ্ড এর দুর্গাপূজা। প্রতি বছরের মতো প্রয়োজনীয় জাঁকজমক সহ দেবীর আরাধনা ও দুর্গোৎসবের শুরু। বহুদিনের প্রয়োজনীয় একটি আটকে থাকা কাজ এবারে আমরা সেরে নিয়েছিলাম পুজোর আগেই - আমাদের অসংগঠিত বঙ্গ সম্প্রদায়ের একটি রূপ খুবই প্রয়োজন ছিল বহুদিন ধরে। তৈরী হলো বেঙ্গলি এসোসিয়েশন অফ ফিনল্যাণ্ড (বাফ) - ফিনল্যাণ্ড এ বসবাসকারী সমস্ত বাঙালিদের এক নিজস্ব পরিচিতি দিতে এর জন্ম। যদিও আমাদের পুজোর এবারে ২১ বছর - এবং আনুষ্ঠানিক সংঘ ছাড়াও আমরা সব কাজ-ই করে এসেছি এতো দিন ধরে, তাও যেভাবে ফিনল্যাণ্ড এ বাঙালির সংখ্যা বেড়ে চলেছে, তাতে এক আনুষ্ঠানিক সংঘের প্রয়োজনীয়তা বলাই বাহুল্য। শুরুতেই আমাদের সদস্য সংখ্যা পঞ্চাশোর্ধ পেরিয়ে এগিয়ে চলেছে। ছাত্র-ছাত্রী থেকে পেশাদার বাঙালি অনেকের প্রবাসী জীবনের পথচলা শুরু আজ ফিনল্যাণ্ড এ। আগামী দিনে আমরা প্রচুর নতুন সদস্য ও উদ্যোম নিয়ে এগিয়ে চলবো, এই আমাদের আশা।

নতুন সংগঠনের হাত ধরে এবারের পুজো সহ আমরা পেয়েছি নতুন লোগো, নতুন ওয়েবপেজ, আর সৃজন এখন আমাদের অনলাইন পত্রিকা, বছরে এক বার নয়, সারা বছরই আমাদের কৃষ্টি ও কলা প্রদর্শনীর নতুন মঞ্চ হিসেবে প্রাণ পেতে চলেছে সৃজন। আজকের পৃথিবীতে ব্যাক্তিগত মত প্রকাশের স্বাধীনতা যখন অক্রান্ত, তখন সৃজন হয়ে উঠুক আমাদের ভাব প্রকাশের মঞ্চ - কাশ্মীর থেকে কন্যাকুমারী -এসপো থেকে ওউলু - যে ঘটনাগুলো আমাদের নাড়া দেয়, তার আলোচনার ক্যানভাস। তুলির আর কলমের ছোঁয়ায় ঝলসে উঠুক মন। আলোচনায় আসুক ধর্মীয় রাষ্ট্রের প্রয়োজনীয়তা ও প্রাসঙ্গিকতা - ডিজিটাল ইন্ডিয়া-র ছোঁয়ায় দেশের শিক্ষা, সমাজ ও ব্যবসা-বাণিজ্যের পথচলা। শুধু আর্থ-সামাজিক প্রেক্ষাপট নয়, ছবি-গল্প-কবিতায় আসুক প্রেম, ভালোবাসার, অনুভূতির ছোঁয়ায় পাথুরে মনে কে ছুঁয়ে ফেলার। আমাদের আশা সৃজন হয়ে উঠবে আমাদের দৈনন্দিন জীবনের প্রতিফলন। বহুদূরে ফেলে আশা আমাদের কৈশোর, যৌবন ও ছোট ছোট ভালোবাসা-ভালোলাগার বল্গাহীন স্রোত আমাদের ভরিয়ে দিক এই প্রবাসের আবেগহীন সমুদ্রে।

বাফ-এর প্রাণপ্রতিষ্টার মতোই প্রয়োজনীয় কাজ তড়িঘড়ি শেষ করে নতুন উদ্দ্যমগুলি কে এগোতে হয়েছে বিগত একটি মাসে। পথ চলতে গিয়ে ভুল ভ্রান্তি হওয়াটাই স্বাভাবিক, কিন্তু থেমে যাওয়া অপরাধ। থেমে না থাকাই যখন জীবন, তখন এসো আমরা একসাথে পথ চলার অঙ্গীকার এ আবদ্ধ হয়ে ফিনল্যান্ডের হিমশীতল আবহাওয়াকে একটু উষ্ণতায় ভরিয়ে দেই। আমাদের বেঙ্গলি এসোসিয়েশন অফ ফিনল্যাণ্ড নামের শিশুটিকে পরিণিত হতে সাহায্য করি, সবাই মিলে। বাড়িয়ে দাও তোমার হাত…